শিবগঞ্জে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১৮:৫৮ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬
“কৃষি কাজে প্রযুক্তি” শিবগঞ্জের সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আল মুজাহিদ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার কে.এম রাফিউল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম, কৃষক লীগ নেতা লুৎফর রহমান, শাহিনুর মাস্টার প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত