শিবগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভাই- বোনের

  রাশেদুর রহমান

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৩ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৪, ১৫:৫০

বগুড়ার শিবগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে  নিহত হয়েছেন ২ জন । এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।  শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া আলীম মাদ্রাসার সামনে বগুড়া-রংপুর মহাসড়কে এঘটনা ঘটে। এ দূর্ঘটনায়  নিহতরা হলেন- বরিশালের হিজলা থানার হরিনাথপুর এলাকার কহিলি আকতার মারিয়া ও তার ভাই সিয়াম।  আহত হয়েছেন প্রাইভেটকারের চালক হুমায়ুন আহমেদ (২৫)। নিহতেরা তাঁর স্ত্রী ও শ্যালক। 

পুলিশ সূত্রে জানা যায়  শনিবার হুমায়ন তার স্ত্রী এ শ্যালককে নিয়ে শশুড় বাড়ী লানমনিরহাট যাওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে মাদ্রাসা সংলগ্ন এলাকায়  তাদের প্রাইভেট কারের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট কারে থাকা কহিলি আকতার মারিয়া ও সিয়াম গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত প্রাইভেটকারটির চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত