শিবগঞ্জে আরো ৬ ভূমিহীন পরিবার পাবে সরকারি ঘর
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১৩:২৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৬:১১
“মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে বগুড়া শিবগঞ্জে আরো ৬ টি ঘর পাবে ভূমি ও গৃহহীন পরিবার।
বুধবার উপজেলা প্রশাসন সভাকক্ষে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা।
এসময় তিনি জানান সারা দেশে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ হাজার দুইশত ২৯ টি ঘর উদ্ভোধন করবেন। সে ধারাবাহিকতায় উদ্বোধনের পর শিবগঞ্জে ৬ টি ঘরের জমির কুবুলিয়তের কপি, খতিয়ান, ও সনদপত্রসহ ফোল্ডার উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
উল্লেখ্য এর আগে তিনটি ধাপে শিবগঞ্জে ২৫৩ জন ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে প্রথম পর্যায়ে ১৮০ দ্বিতীয় পর্যায়ে ৭৩ টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ও ২য় ধাপে ৭২ টি ঘর রয়েছে তার মধ্যো ৬৬টি ঘর গত ২৬ এপ্রিল উদ্বোধন করা হয়েছে অবশিষ্ট ৬ টি ঘর আগামী ২১ জুলাই উদ্বোধন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, মোকামতলা ইউপি চেয়ারম্যান আহসান হাবিব সবুজসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার গণমাধ্যমে কর্মীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত