শিবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ ( বগুড়া)  প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১৮:৩৪ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১১:১৯

বগুড়ার শিবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার  ( ২১ ডিসেম্বর) বিকালে  শিবগঞ্জ থানা আয়োজনে ও গাক সহযোগিতায়  কিচক ইউনিয়নে সাতানা গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথীর হিসাবে   বক্তব্য প্রদান করেন, শিবগঞ্জ থানা ওসি মুনজুরুল আলম। এসময় আরো বক্তব্য রাখেন, গাক এর যুগ্ম উপ- পরিচালক হাসান আশরাফুজ্জামান। সাংবাদিক রশিদুর রহমান রানার সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য   গাক এর জোনাল ম্যানেজার  আতাউর রহমান, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, কামরুল হাসান, সাইফুল ইসলাম। এসময়  উপস্থিত ছিলেন,ইউপি সদস্য জাহাঙ্গীর, কৃষকলীগ নেত্রী ফাইমা আকতার,  নিরাপদ সড়ক চাই এর কোষাধ্যক্ষ সোহাগ আহমেদ প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত