শিবগঞ্জে অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিশু দিবস পালন

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ১৩:৫৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৩

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এ উপলক্ষে শিশু দিবসের কেক কর্তন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের হলরুমে শিশু সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম।

ঐ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক সাংবাদিক রবিউল ইসলাম রবি'র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মাছুরা খানম, সারোয়ার হোসেন, নারগীছ আক্তার, কামরুন্নাহার, সহকারি শিক্ষক সোনিয়া পারভিন, ইজাজুল করিম, সাকাওয়াৎ হোসেন, পলাশ চন্দ্র প্রমুখ। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত