মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে
শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়েছেন ট্রেইনি চিকিৎসকরা
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১৬:১৪ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩৬
মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ও বিসিপিএসের পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা।
রোববার (১৬ জুলাই) দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নিতে গেলে পুলিশি বাধায় পড়েন তারা। পরে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নেন আন্দোলনরত চিকিৎসকরা।
এ সময় তারা— 'ঐক্য ঐক্য, চিকিৎসকের ঐক্য', 'আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে', 'মাসিক ভাতা ৫০ হাজার, করতে হবে করতে হবে' ইত্যাদি স্লোগান দেন।
ট্রেইনি চিকিৎসকরা বলেন, আমাদের দাবি নিয়ে বিভিন্ন জনের কাছে গিয়েছি, তারা আশ্বাস দিয়েছে কিন্তু কোনো ফল হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলমান থাকবে।
এর আগে রোববার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ ও চিকিৎসকদের মাঝে ধস্তাধস্তি হয়। পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ চিকিৎসকদের। একপর্যায়ে শাহবাগের সায়েন্স-ল্যাবের রাস্তা অবরোধ করে সেখানে অবস্থান নেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত