শাজাহানপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৫:২৭ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮
বগুড়ার শাজাহানপুরে শাহাদত হোসেন প্রামাণিক(৪৫)নামের ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত এক আসামীকে গ্রেফতারী পরোয়ানা মূলে থানা পুলিশ গ্রেফতার করেছে। আজ শনিবার দুপুরে বগুড়া সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শাহাদত হোসেন উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর পূর্বপাড়া গ্রামের আব্দুল কাদের প্রামাণিকের পুত্র। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান,সাজাপ্রাপ্ত আসামীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত