শাজাহানপুরে রাস্তার উন্নয়ন  কাজের উদ্বোধন

  সজিবুল আলম সজিব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ২০:২৯ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭

বগুড়ার শাজাহানপুরে নিশ্চিন্তপুর বাইপাস রোড থেকে দড়িনন্দ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নিশ্চিন্তপুর বাইপাস রোড থেকে দড়িনন্দ পর্যন্ত ১.৭ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও রান্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক সোহবার হোসেন ছান্নু।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু,উপজেলা প্রকৌশলী ফারুক হাসান,সহকারী প্রকৌশলী তালিম হাসান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,মাদলা ইউনিয়ন আওয়ামী সভাপতি আব্দুল বারী মন্ডল,সাধারণ সম্পাদক আজিজার রহমান বাবু,আওয়ামী লীগ নেতা ডা: আব্দুল বাকি,নিশ্চিন্তপুর চারমাথা বন্দর সমিতির সভাপতি খালেদ সাইফুল্লাহ রতন,যুবলীগ নেতা আবু সাইদ,শাহাদাত হোসেন,সেলিম রেজা প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত