শাজাহানপুরে মাদক ব্যবসায়ী রনি গ্রেফতার
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ১৮:২৩ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ২৩:০৫
বগুড়া শাজাহানপুরে রনি(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গন্ডগ্রাম দক্ষিণ পাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি ওই এলাকার আব্দুস সামাদের পুত্র। থানা পুলিশ সুত্রে থানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনুমানিক দুপুর ১টার দিকে রনিকে তার নিজ বাড়ি থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে । এ বিষয়ে জানতে চাইলে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, রনি একজন চিহৃিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন হলে সে এলাকায় ইয়াবা বিক্রি করছিল। গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত