শাজাহানপুরে ভূমিহীনের জমি থেকে গাছ কেটে বিক্রি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ১৯:১৫ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৯
বগুড়ার শাজাহানপুরে এক ভূমিহীন মহিলার জমি থেকে গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
জানা গেছে, উপজেলার চোপীনগর ইউনিয়নের কুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল রাজ্জাকের স্ত্রী রশিদা বেগমকে ভূমিহীন হিসেবে ২০১৩-১৪অর্থ বছরে উপজেলা ভূমি অফিস থেকে ডোমনপুকুর মৌজার দেওয়ানপাড়া গ্রামে ০৫ শতক জমি প্রদান করা হয়। এরপর রশিদা বেগম ওই জমিতে গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছে। গত ২২ ডিসেম্বর আনুমানিক সকাল ১০ টার দিকে রশিদা বেগম জমি দেখভাল করে আসে। গত ২৪ ডিসেম্বর সন্ধা ৬ টার সময় জমিতে গিয়ে রশিদা বেগম দেখে তার ৩৭টি বেলজিয়াম ও আকাশমণি গাছ নেই। তিনি অভিযোগে উল্লেখ্য করেছেন, গত ২২ ডিসেম্বর সকাল ১০ থেকে ২৪ ডিসেম্বর সন্ধা ৬ টার মধ্যে কে বা কাহারা তার গাছ কেটে নিয়ে গেছে। এতে তার ৪লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় সে নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত