শাজাহানপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১৮:৫৬ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:২৬
বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে প্রধানমন্ত্রী প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে আমরুল ইউনিয়ন পরিষদে সাড়ে ৩’শ অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভারপ্রাপ্ত প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল হক ছানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, ইউপি সচিব রেজাউল করিম,আমরুল ইউপি সদস্য সেলিম রহমান, নজরুল ইসলাম নয়ন,শাহীনুর রহমান,রাজা মিয়া,শফিকুল ইসলাম,মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম,নাজমুল হোসেন নাজু প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত