শাজাহানপুরে গলায় ফাঁস দিয়ে ৮ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

  সজিবুল আলম সজিব

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৬:১৫ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬

বগুড়ার শাজাহানপুরে গলায় ফাঁস দিয়ে ৮ম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার বিকেল ৪টায় উপজেলার আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী মিম আক্তার(১৩)। সে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ও ওই গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে। 

জানা গেছে, সকলের অগোচরে ঘরের দরজা জানালা বন্ধ করে তীরের সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মিম আক্তার। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো পরিস্কার ভাবে জানাতে পারেনি থানা পুলিশ ও পরিবার। নিহত ছাত্রীর পিতা আব্দুর রাজ্জাক এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি, তদন্ত চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত