শাজাহানপুরে কৃষিজমি থেকে মাটি বিক্রির অপরাধে লক্ষ টাকা জরিমানা
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১৯:২২ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৫:২৪
বগুড়া শাজাহানপুরে অবৈধ ভাবে কৃষিজমি কর্তন করে মাটি বিক্রি করার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার জামুন্না বগুড়া পাড়ায় প্রশাসন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
জানা গেছে, এক সপ্তাহ পূর্ব থেকে উপজেলার জামুন্না বগুড়াপাড়া তিন ফসলি কৃষিজমিতে এসকেভেটর মেশিন দিয়ে অবৈধ ভাবে মাটি(টপসয়েল) কর্তন করে বিক্রি করছে ওই গ্রামের আজিজুল হকের পুত্র সামিউল হক।
সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর চার ধারা লক্সঘনের অপরাধে জমির মালিক সামিউল হকের ১ লক্ষ টাকা জরিমানা করে।
এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার(ভূমি)শানজিদা মুস্তারী বলেন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। জমির মালিক ও মাটি ব্যবসায়ী উভয়কে আইনের আওতায় আনা হবে। এ অপরাধ করে আইনের হাত থেকে কেউ ছাড় পাবে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত