শাজাহানপুরে ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  সজিবুল আলম সজিব শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ১৯:২০ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০০:২৯

বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়নের ১,৪,৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে বীরগ্রাম বন্দর এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, প্রচার সম্পাদক বিপ্লব হোসেন বিপুল, অর্থ সম্পাদক বাকী বিল্লাহ, স্বাস্থ্য সম্পাদক ইমাম হোসেন, খোট্রাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মহব্বত আলী প্রমুখ। সম্মেলনে ১নং ওয়ার্ডে নুর ইসলাম কে সভাপতি, আজিমুদ্দিন কে সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক কে সভাপতি, নাহিদ হাসান কে সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ডে রাকিবুল ইসলাম কে সভাপতি ও মেরাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক ঘোষনা করে ৪১সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত