শহীদ বুদ্ধিজীবী দিবসে মেহেরপুর জেলা বিএনপির শোক র্যালী
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ১৫:৩৫ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৯
মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জেলা বিএনপি। বুধবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয় থেকে সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় সেখানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম সহ মেহেরপুর জেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত