শরণখোলায় মাদরাসাছাত্রের আত্মহত্যা
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৫:০৬
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে রিয়াদুল ইসলাম জিসান (১৪) নামের এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে। জিসান উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের দিনমজুর আব্দুল খালেক সিপাইয়ের ছেলে এবং স্থানীয় একট কওমী মাদরাসারছাত্র। আর এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামে।বিলম্বে প্রাপ্ত তথ্য অনুযায়ী আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন তালুকদার বলেন, দিনমজুর খালেক সিপাইয়ের ছেলে উপজেলার জিলবুনিয়া গ্রামের একটি কওমী মাদরাসায় পড়াশুনা করতো। শুক্রবার বিকালে মা বাবা বাড়িতে না থাকার সুযোগে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, সাধারণ লেখাপড়ার পর মাদরাসা ভর্তি করে দেয়ায় লেখাপড়ার চাপ সামলাতে না পেরে জিসান আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত