শনিবার চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ১০:১১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৩
চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে আগামী শনিবার (২৭ আগস্ট) চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দৈনিক হাজিরা ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবি আন্দোলন করছেন চা-বাগান শ্রমিকরা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই ইস্যুটি সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত