শত ঝড় ঝাপটার মধ্যে ‘ব্রহ্মাস্ত্র’র সফলতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৩ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯

মন্দার বাজারে বক্স অফিস সংগ্রহের নজির তুলে বলিউডে উম্মাদনা ফেরালো ‘ব্রহ্মাস্ত্র’। হিন্দি ছবিতে ক্রমাগত ভরাডুবির হাত থেকেও বাঁচালো এ সিনেমা। এমনটাই মনে করছেন একদল সমালোচক।

এর আগে এ সিনেমা মুক্তি সামনে রেখে একটি স্ক্রিনিং আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানেই নজর কেড়েছেন এ রণবীর ও আলিয়া। এ ইভেন্টে দুজনকে হাতে হাত রেখে হাটতে দেখা গেছে।

কমলা বডিকন জাং-উচ্চ স্লিট ড্রেসে আলিয়া যেন সবার মধ্যমণি হয়ে উঠেছিলেন সে আয়োজনে। সঙ্গে রণবীরকে দেখা গেছে কালো পোশাকে। এখানে তাদের সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখার্জি, আলিয়ার বাবা ও প্রবীণ চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট এবং বোন শাহীন ভাট, শানায়া কাপুর।

করন জোহরের ধর্ম প্রোডাকশনের প্রযোজিত ও অয়ন মুখার্জি পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত