লৌহজং উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট-জরিমানা আদায়, চলছে টহল
প্রকাশ: ৪ জুলাই ২০২১, ১৩:২৪ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৬
লৌহজং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ চেকপোস্ট ও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জনাব মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং জনাব মোঃ ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লৌহজং, মুন্সীগঞ্জ।
এসময় উপজেলার বিভিন্ন বাজার এলাকায় মামলা আমলে নিয়ে ৫ জনকে মোবাইল কোর্টের আওতায় সাজা দেওয়া হয়েছে।
জনাব মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লৌহজং, মুন্সীগঞ্জ কর্তৃক দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ জনকে ৫,৯০০/- এবং জনাব মোঃ ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লৌহজং, মুন্সীগঞ্জ কর্তৃক সংক্রামণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪ ধারায় ১ জনকে ৫০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, লৌহজং থানা এবং ব্যাটেলিয়ান আনসার, আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত