লৌহজংয়ে ৩ জয়িতার সম্মাননা লাভ 

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০০ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:৫৪

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ৩ জয়িতা সম্মাননা লাভ করেছেন। লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন, আলোচনা সভা, নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে সোমবার  সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের  সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার। সভা সঞ্চালনা করেন নারী নেত্রী সালমা পারভেজ। আলোচনা শেষে ৩ ক্যাটাগরীর জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হচ্ছেন সফল জননী হিসেবে মাহফুজা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোকশানা আক্তার ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শিউলী আক্তার সম্মাননা লাভ করেন। এর আগে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত