লৌহজংয়ে ২১ আগস্টের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ১৯:১৩ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৪
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ আওয়ামী লীগের লৌহজং উপজেলা শাখা ২০০৪ সালে ২১ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ নেতৃত্বে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেট হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে।
আজ (২১ আগস্ট) লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদারের নেতৃত্বে মিছিলটি কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে ঘোরদৌড়স্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রশিদ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রুহুল মোড়ল, লৌহজং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির ব্যাপারী, আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোড়ল প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, আওয়ামী লীগ নেতা আবু নাসের রতন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত