রাশিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে ইউক্রেনের হামলা, নিহত অন্তত ২৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ | আপডেট : ২ জানুয়ারি ২০২৬, ১১:০১
ইউক্রেনের চালানো ড্রোন হামলায় রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দক্ষিণ খেরসন অঞ্চলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। মস্কো-নিযুক্ত স্থানীয় প্রশাসন ও রুশ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া-অধিকৃত খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সালদো টেলিগ্রামে জানান, কৃষ্ণসাগর উপকূলবর্তী খোরলি এলাকায় একটি ক্যাফে ও একটি হোটেল লক্ষ্য করে তিনটি ইউএভি (ড্রোন) হামলা চালানো হয়। প্রাথমিকভাবে ৫০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং নিহতের সংখ্যা ২৪ জন পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ঘটনার পর তারা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। সংস্থাটি বলেছে, ওই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেক ব্যক্তি আহত হয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত