লৌহজংয়ে সাতই মার্চ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ৭ মার্চ ২০২৪, ১৮:২৩ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬

বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নতুনকান্দি গ্রামের নূর হোসেন বেপারী ফাউন্ডেশন দুদিনব্যাপী দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন। এ আয়োজনের অংশ হিসেবে আজ প্রথমদিন বৃহস্পতিবার কনকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওয়াসিম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দিন, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারমীন সুলতানা।

বক্তারা আয়োজক সংগঠন নূর হোসেন বেপারী ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পুরস্কার বিতরণের আগে শিক্ষার্থীরা এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে তোফায়েল আহমেদ রাজন, মুরাদ মৃধা, শাকিল হোসেন, রুবেল হোসেন, রাহাত খান উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী পরশু শনিবার সিংহেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান কানাডা প্রবাসী মোহাম্মদ আলী জানান, আমার বাবার নামে আমাদের এই ফাউন্ডেশন। 'সততার সাথে, কল্যাণে পাশে' প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা  বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত থাকার চেষ্টা করছি।

 

সা/ই
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত