লৌহজংয়ে সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ 

  স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩, ১১:২১ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৯:০৮

বই বিতরণ  উৎসব উপলক্ষে গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকায় মুন্সিগঞ্জের লৌহজংয়ে সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময় মুন্সিগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমেলি ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান  তোফাজ্জল হোসেন তপন, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ রশিদ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক  বিএম শোয়েব , যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনোয়ার  হোসেন, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোজাম্মেল হক প্রমূখ। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল  আউয়াল। 

উল্লখ্য, নতুন বছরের প্রথম দিনেই জেলায় জেলায় শুরু হয়েছে নতুন বই বিতরণ উৎসব। গতকাল রবিবার সকাল থেকেই বিভিন্ন জেলা, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়। এর আগে শনিবার আনুষ্ঠানিকভাবে ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তিনি এই কার্যক্রম শুরু করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত