লৌহজংয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা   

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ১৪:০২ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১২

মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে লৌহজং উপজেলার মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা  দেয়া হয়েছে।  উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। 

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ ওসমান গনি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান কমান্ডার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. কাউসার হামিদ, বীর মুক্তিযোদ্ধা মো. মাহাবুব উল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, বীর মুক্তিযোদ্বা মো. মহিউদ্দিন বাবুল মুন্সি, মো. শাহানুর ইসলাম, মো. দিদার হোসেন প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত