লৌহজংয়ে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ১৯:৫৭ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী, উন্নীত বেতন স্কেল কার্যকরণ ও পদ্মা সেতু ভ্রমণ উপলক্ষে মুন্সীগঞ্জ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩০ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী মুন্সীগঞ্জের লৌহজং থানার মাওয়ায় স্থানীয় একটি রেঁস্তোরায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন এবং বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মহাসচিব মোঃ আসাদুজ্জামান।
বর্নিল সাজে সজ্জিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ফুল, ক্যাপ, কলম ও নোটবুক দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বরণ করে নেন মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
সভাপতির স্বাগত বক্তব্যের পর শুরু হয় একে একে বিভিন্ন জেলা হতে আগত প্রতিনিধিদের শুভেচ্ছা বক্তব্য। সভায় বক্তারা উন্নীত স্কেল কার্যকরণের জন্য ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় সড়ক দুর্ঘটনায় নিহত ফেনী জেলার কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াসউদ্দিন ফরাজীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ও তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুন্সীগঞ্জ জেলায় বর্ণাঢ্য আয়োজনের জন্য মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নাসিরউদ্দিনকে সহ সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে সাংগঠনিক কর্মকান্ড বাড়ানোর লক্ষ্যে জোর তাগিদ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম গিয়াসউদ্দিন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ গোলজার হোসেন, মোঃ সেলিম, মোঃ আশিকুর রহমান, মোঃ বুলবুল মোল্লা, মোঃ আমিনুল ইসলাম, প্রশান্ত দত্ত সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য জেলা হতে আগত প্রতিনিধিবৃন্দ।
সভাপতির সমাপনী বক্তব্যের পর দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাঙা পর্যন্ত পদ্মা সেতু ভ্রমণের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত