লৌহজংয়ে নান্নু বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে অসহায়রা পেলো খাদ্য সহায়তা
প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ১৮:৫৫ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩
পবিত্র রমজান মাসে নিয়ন্ত্রণহীন পন্য সামগ্রীর উচ্চ বাজার মূল্যের বিপরীতে প্রায় প্রতিদিনই অসহায়,প্রতিবন্ধি ও দুঃস্থ্যদের খাদ্য সহায়তা দিয়ে পাশে রয়েছে নান্নু বেপারী ফাউন্ডেশন নামের একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির চেয়ারম্যান, এফবিসিসিআই এর পরিচালক ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিশিষ্ট শিল্পপতি বি এম শোয়েব (সিআইপি) এই সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন । তার এই সহায়তায় রোজার নিয়ন্ত্রণহীন বাজার পণ্যের হাত থেকে রক্ষা পাচ্ছে অসহায় দুঃস্থ্য মানুষ। নান্নু বেপারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়ায় তার নিজবাড়িতে সহস্রাধিক অসহায়, প্রতিবন্ধি ও দুঃস্থ্যদের মাঝে, চাল,ডাল, তেল, খেজুর, ছোলা, চিনিসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রিক বিতরণ করেন। প্রতিবারের ন্যায় এবার সংগঠনটির পক্ষ থেকে হতদরিদ্র প্রতিবন্ধি ও দুঃস্থ্য এক হাজার পরিবারের মাঝে তার এই সহায়তা কার্যক্রম চলমান রাখবেন বলে জানাগেছে৷ এতে করে অসহায়দের চোখে মুখে স্বস্তির আনন্দ লক্ষা করা গেছে। এসময় আরো উপস্থিত ছিলেন নান্নু গ্রুপের পরিচালক বি এম রাজীব, জাহাঙ্গীর আলম, বি এম শামীম প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত