লৌহজংয়ে জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগাড়ে বর্ষা কালিন কবিতা উৎসব

  লৌহজং (মুন্সিগঞ্জ)  প্রতিনিধি:

প্রকাশ: ১৭ জুন ২০২২, ২০:২২ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬

লৌহজং উপজেলার  উত্তর মেদিনীমন্ডলের খান সাহেবের বাড়িতে জালাল উদ্দিন খান স্মৃতি পাঠাগাড়ে জনকণ্ঠ পএিকার ঝিলিমিলি বর্ষাকালিন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪টায় সেঁজুতি সাহিত্য কুঞ্জের সভাপতি শামিমা খানম আভার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শরীফুল ইসলাম সঞ্জিবের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাসিক শিশু বাংলাদেশ শিশু একাডেমির নির্বাহী সম্পাদক কবি ফারুক নেওয়াজ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি চক্রের প্রকাশক ও সম্পাদক কবি বাবুল তালুকদার, কবি প্রত্যয় জসীম, কবি খান চমন ইএলাহি, জনকণ্ঠের সাংবাদিক মাহাফুজুর রহমান, কবি চক্রের নির্বাহী সম্পাদক কবি পার্থ কায়সার। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কমি আহাম্মদ গফুর, এ্যাডভোকেট মাহাবুব উল আলম, কবি কেএসএম নজরুল ইসলাম, সজিব আকাশ, শামীম আশরাফ, ইফাত তাবাচ্ছুম, নয়ন পাল, মো. এসান প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত