লৌহজংয়ে জাতীয় শোক দিবসে শ্রমিক লীগের দোয়া ও গণভোজ

  লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি  

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ২০:৪৪ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৬

লৌহজং উপজেলার কুমারভোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছে উপজেলা জাতীয় শ্রমিক লীগ। সোমবার দুপুরে খান জেনারেল হাসপাতালের মিলনায়তনে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল হাশেম খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কে এম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আক্কাস আলী, যুগ্ম আহবায়ক দেওয়ান মো. নুরুজ্জামান বিপ্লব, সদস্য সচিব শেখ মো. আরফান, মুন্সীগঞ্জ সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. সুমন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সিরাজদিখান উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম সুমন, লৌহজং উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জিয়া মাদবর  প্রমুখ। 
     
আলোচনা সভা শেষে পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, মোনাজাত ও গণভোজের আয়োজন করা হয়। 
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত