লৌহজংয়ে কুমারভোগ ইউনিয়নে নৌকা পেতে ৬ প্রার্থীর লড়াই
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১৪:২৪ | আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৮
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন থেকে নৌকার মনোনয়ন পেতে লড়াইয়ে নেমেছে ৬ জন প্রার্থী। লৌহজংয়ের ১০টি ইউনিয়নের তফসিল ঘোষণা না হলেও মনোনয়ন লড়াই ইতিমধ্যে জমে উঠেছে। কে পেতে যাচ্ছে নৌকা প্রতীক এই নিয়ে প্রতিনিয়ত চলছে জল্পনা-কল্পনা। চায়ের দোকান গুলো হচ্ছে এখন খবরের মুখপাত্র। নৌকা পেলে কোন ইউনিয়নে কার অবস্থান কি হবে, আর কারা হতে যাচ্ছে বিদ্রোহী প্রার্থী এই নিয়ে রীতিমতো ব্রেকিং নিউজ দিচ্ছে চায়ের দোকান গুলো। দীর্ঘ পাচঁ বছরের হিসাব নিকাশ কষছে ভোটাররা। প্রার্থীর চেয়ে মার্কার গুরুত্ব বেশি হওয়ায় নৌকা পেতে মরিয়া হয়ে ছুটছে প্রার্থীরা।
কুমারভোগ ইউনিয়নে কার ভাগ্যে জুটবে নৌকা এই নিয়ে যার যার সমর্থকরা চিন্তিত হয়ে পরেছে। নৌকা মার্কার মনোনয়ন লড়াইয়ে ছুটছে ৬ প্রার্থী। তবে ৬ জন প্রার্থীর মধ্যে চারজন নিরব ভুমিকায় থাকলেও মাঠে ময়দানে সরগরম করে তুলেছে দুই জন প্রার্থী। এদের মধ্যে কুমারভোগ ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান তালুকদার ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ খানের ছোট ভাই লৌহজং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক ও ‘৭৫ উত্তর লৌহজং থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খান নজরুল ইসলাম হান্নান। এ ছাড়াও উপজেলা মনোনয়ন বোর্ডে যারা আবেদন করেছেন এদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, কুমারভোগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফেরদৌস তালুকদার, সাবেক সহ-সভাপতি মতি মাদবর ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ হাওলাদার। এই ৬ জন প্রার্থীর তালিকা দেয়া হলেও প্রকৃত পক্ষে মাঠে ময়দানে অগ্রিম দোয়া আর ভোট প্রার্থনা করছেন মাত্র দু’জন প্রার্থী; একজন বর্তমান চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, আরেকজন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর মোহাম্মদ খানের ছোট ভাই খান নজরুল ইসলাম হান্নান।
উল্লেখ্য, হান্নান খানের প্রয়াত পিতা মোঃ দরবেশ আলী খান যুক্তফ্রন্ট নির্বাচন থেকে মৃত্যুবধী কুমারভোগ তথা লৌহজং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় এবং দুই ভাই নুর মোহাম্মদ খান ও আবুল বাসার খান দুঃসময়ে আওয়ামী লীগের রাজনীতিতে বিশেষ অবদান রাখার কারণে, মনোনয়ন প্রত্যাশী খান নজরুল ইসলাম হান্নান কুমারভোগ তৃণমূল আওয়ামী লীগে বেশ সাড়া জাগিয়েছেন।
কে হতে যাচ্ছেন কুমারভোগ ইউনিয়নের নৌকার মাঝি ; মূলতঃ ভোটের মাঠে নৌকার মনোনয়ন পেতে লড়াই চলছে এই দুই প্রার্থীর মধ্যে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত