লৌহজংয়ে অগ্নিকান্ডে একটি বসত ঘর ও বীজ রাখার গোডাউন ভস্মিভূত  

  লৌহজং ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ |  আপডেট  : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭

মুন্সিগঞ্জের লৌহজংয়ে অগ্নিকান্ডের ঘটনায় একটি বসত ঘর, একটি রান্না ঘর ও আলুর বীজ রাখার গোডাউন ভস্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার গাওঁদিয়া ইউনিয়নের গাঁওদিয়া গ্রামে বৃহস্পবিার রাত সাড়ে ৯ টায় এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে । জানাযায়, গাঁওদিয়া ইউনিয়নের মেম্বার তোবারক ঢালীর দোতলা কাঠের ঘরে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে তার সাথে থাকা একটি রান্না ঘর ও একটি আলুর বীজ রাখার গোডাউন আগুনে ভস্মিভূত হয় । এলাকাবাসির সুএে জানাযায়, পাশের বাড়িতে রাতে ধান সিদ্ব করছিল রাত সাড়ে ৯টায় হঠাৎ তোবারক মেম্বারের বাড়িতে আগুন লেগেছে বলে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের থাকা লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্ঠা চালায় পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে । অগ্নিকান্ডে প্রায় ১৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায় । লৌহজং ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মোকারম হোসেন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে চলে যাই । দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনা হয় তবে হতাহতের কোন ঘটনা ঘটে নাই । এই বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে ফায়ার সার্ভিস কে অবহিত করি এবং ঘটনা স্থলে ফৌস পাঠাই । 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত