৬ লক্ষাধিক টাকার মালামাল লুট
লৌহজংয়ের শিমুলিয়ায় দোকানে দুর্ধর্ষ চুরি
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২০ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় অবস্থিত মের্সাস সিমান্ত ট্রডার্স নামে এক দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর দোকানের তালা ভেঙ্গে প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে, আজ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৫ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এব্যাপারে সিমান্ত ট্র্রেডার্সের স্বত্বাধিকারী আতাউর খান জানান, চোরের দল তার দোকানের তালা ভেঙ্গে দোকান থেকে প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়েছে। এমন কি দোকানের সিসি ক্যামেরা, টেলিভিশনও নিয়ে গেছে।
হলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান শরীফ জানান, ভোর ৫ টার দিকে শিমুলিয়া গ্রামের বাসিন্দা নিলু মিয়া ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে সিমান্ত ট্রেডার্স দোকানদানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানের সার্টার খোলা দেখে। দোকানের পাশে একটি সাদা রংয়ের পিক-আপ দাড়ানো ছিল। তখনও চোরের দল দোকানে লুটপাট করছিল। নিলু মিয়ার উপস্থিতি টের পেয়ে চোরের দল মালামাল নিয়ে পিক-আপ করে দ্রুত পলায়ন করে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত