লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১৫ জেলে আটক

  লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১৯:১৯ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ২০:১৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে আজ শনিবার ১৫ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জেলেদের মধ্যে ৪ জনকে ৫ হাজার টাকা এবং ১ জনকে ২৫০০ টাকাসহ সর্বমোট ২২৫০০  জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক এবং অন্য ৭ জন বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

এসময় উদ্ধার করা হয় ১ লক্ষ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৫ টি নৌকা ও ৩০কেজি ইলিশ মাছ। উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, শনিবার সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত লৌহজংয়ের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বাংলাদেশ নৌ পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, লৌহজং থানা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।লৌহজং উপজেলা মৎস্য বিভাগের সার্বিক সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আওয়াল এবং লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত