লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১৫ জেলে আটক

প্রকাশ : 2021-10-23 19:19:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১৫ জেলে আটক

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে আজ শনিবার ১৫ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত জেলেদের মধ্যে ৪ জনকে ৫ হাজার টাকা এবং ১ জনকে ২৫০০ টাকাসহ সর্বমোট ২২৫০০  জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক এবং অন্য ৭ জন বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

এসময় উদ্ধার করা হয় ১ লক্ষ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৫ টি নৌকা ও ৩০কেজি ইলিশ মাছ। উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, শনিবার সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত লৌহজংয়ের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বাংলাদেশ নৌ পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, লৌহজং থানা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।লৌহজং উপজেলা মৎস্য বিভাগের সার্বিক সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আওয়াল এবং লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ।