লৌহজংয়ের পদ্মার ভাংঙ্গন থেকে রক্ষার জন্য জরুরী অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন

  লৌহজং প্রতিনিধি:

প্রকাশ: ১৭ জুন ২০২১, ২০:৪৪ |  আপডেট  : ৮ অক্টোবর ২০২৪, ২০:৩৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতীরবর্তী গ্রাম কলমা,ভড়াকর,ডহরী,শামুরবারী,হারিদিয়া,বেজগাওসহ বেশকটি এলাকায় ভাংগন দেখা দিয়েছে। এর ফলে ভাংগন আংতকে দিন কাটাচ্ছে এসব অঞ্চলের বাসিন্দারা। আর এ ভাংগন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের উদ্দ্যোগে বৃহস্পতিবার  দুপুরে কলমা ইউনিয়নের ডহরী বাজার,গ্রাম ও স্কুল ভাংগনের কবল থেকে রক্ষার জন্য আপদকালীন  ১ কোটি ৩৮ লক্ষ্য টাকা ব্যায়ে ৫৭০ মিটার নদী রক্ষা  জরুরী অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের উদ্ধোধন করা হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেব মুন্সীগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমেলি ভাংগন কবলিত এলাকায় জিওব্যাগ ফেলে এ কাজের শুভ সূচনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নরেন্দ শংক্কর চক্রবতী,উপ-বিভাগিয় প্রকৌশলী রফিকুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী সুব্রত দাস,উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্জ শেখ মো. ইদ্রিস আলী , জেলা পরিষদ সদস্য মো. মেহেদি হাসান, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাী সদস্য মো. আমিনুল ইসলাম সাগর ফকির, কলমা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা শেখ মোহাম্মদ আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব, কলমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান অরুন, গাঁওদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান হাওলাদার, সাধারন সম্পাদক এইচ এম আজিজুল হক, এসএম জয়নাল মেম্বার, মো. খোরশেদ আলমসহ আরো অনেকেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত