লৌহজংয়ের গাঁওদিয়ায় ১৫শ’ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ 

  লৌহজং থেকে শেখ মো.সোহেল রানা 

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৩, ১২:৪৭ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০০:২৭

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে ১৫ শত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকাল১১ ঘটিকায় ঘৌলতলী ৯নং ওয়ার্ড, গাঁওদিয়া ১নং ওয়ার্ড এবং ফলপাকর ৪নং ওয়ার্ড তিন স্থানে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো.মহিউদ্দিন মিলের সভাপতিত্বে এবং গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল রশিদ শিকদার। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির নির্দেশে ইফতার মাহফিল পরিবর্তন করে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে আমরা লৌহজংয়ে খাদ্য দ্রব‍্য ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.শহিদুল ইসলাম ফকির, গাঁওদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড সাধারণ সদস্য মো.মোশারফ হোসেন এবং ১নং ওয়ার্ড সাধারণ সদস্য মো.তোবারক ঢালী, গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য মো.টিটু শিকদার, মো.বাদল ফকির, মো.ইকবাল শিকদার, মো.রাশেদুল ইসলাম, মো.শাহ আলম বেপারী,মোহাম্মদ সেলিম প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত