লৌহজংয়ের কুমারভোগ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ১৫:১৪ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫
গতকাল শনিবার বিকেলে লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ কামাল হাওলাদারের সভাপতিত্বে চন্দ্রেরবাড়ীস্থ হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন কমপ্লেক্সে মদিনা কমিউনিটি সেন্টারে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর কবির খান। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু।
সভায় বক্তব্য রাখেন কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম দেওয়ান, লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা খান,
সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল খান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মামুন, সহ সম্পাদক রাসেল আলম রাজু, লৌহজং-তেউটিয়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদার হাসান মোল্লা, যুবলীগ নেতা কুদ্দুস মোড়ল, শামীম মাদবর, কুমারভোগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইয়াসিন হাওলাদার প্রমুখ।
উপস্থিত ছিলেন, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী সহসভাপতি ফেরদৌস তালুকদার, লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ রানা, কার্যনির্বাহী সদস্য রিয়াদ বাবু, হলদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু সিনহা রিপন, যুবলীগ নেতা সমু বেপারী, সাগর, জামাল, আল আমিন, জুলহাস দেওয়ান প্রমুখ।
বর্ধিত সভায় কুমারভোগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের পদ শূন্য থাকায় ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আল আমিন খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দ্বায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, কুমারভোগ ইউনিয়ন সাবেক আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম দেওয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব নেওয়ায় উক্ত পদটি শূন্য হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত