লৌহজংয়ে ভিডব্লিউবি এর চূড়ান্ত তালিকার যাচাই বাছাই সম্পন্ন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ১৯:১৬ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০১:৩০
শনিবার লৌহজং উপজেলার খিদির পাড়া ইউনিয়নের পূর্বের (ভিজিডি) কার্ড বর্তমানে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর কর্যক্রমের চুরান্ত তালিকার যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে । এই উপলক্ষে শনিবার বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে ৯টি ওয়ার্ডের দুস্থ্য মহিলাদের সরাসরি সাক্ষাতের মাধ্যমে এই চূড়ান্ত তালিকার যাচাই বাছাই করা হয় ।
এ সময় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সচিব মো. শফিকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, আনসার বিডিপির কর্মকর্তা সায়মা আক্তার, সাংবাদিক শেখ সাইদুর রহমান টুটুল, ইউপি সদস্য মো. সামসুল হক, শেখ মো. মামুন, মো. জুয়েল শেখ, ঝরনা বেগম সহ মসজিদের ইমাম ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ সময় ৯টি ওয়ার্ড থেকে ২৯২ জন নারী আবেদন করেন তার মধ্যে চূড়ান্ত করা হয় ১৩৮ জন নারীকে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত