লৌহজংয়ে পদ্মা নদীতে হিন্দু ধর্মালম্বীদের পূন্যস্নান

  লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৮ নভেম্বর ২০২২, ২০:১৭ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৪, ২২:৪৭

হিন্দুধর্মালম্বীরা পূর্নিমার প্রথম প্রহরে  নদীর জলে স্নান করে মনবাসনা পূর্ন এবং পাপমোচন  হবে এই বিশ্বাস নিয়ে রাসমেলায় যোগ ডিদলেও সময়ের ব্যবধানে এই উৎসব নানা  ধর্ম ও বর্নের মধ্যে ছরিয়ে পরেছে । এই সময় অসংক্ষ্য পর্যটকদের আগমন ঘটে পদ্মার পাড়ে  । আবাল বৃদ্ব বনিতা র্নিবিশেষে পদ্মার চর এলাকায় উপস্থিথিতিতে কোলাহল, পদচারনায় মূখরিত হয়ে উঠে মাওয়ার পুরাতন ঘাট এলাকার পদ্মার তীরে । প্রতি বছর এই উৎসব মানুষের মিলন মেলায় রূপ নেয় মাওয়ার পদ্মার চরে ।  পূন্য স্নানে নিরাপদে যাতায়তের জন্য দর্শনার্থী ও তীর্থ যাএীদের জন্য পদ্মা সেতু উত্তর থানা নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে  । 

এই বিষয়ে পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর হোসাইন জানান, এই পূর্নিমার প্রথম প্রহরে পূন্য স্নান কে কেন্দ্র করে সব রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে  । যাতে দুরদুরান্ত থেকে াাসা তীর্থযাএী পূর্নার্থী ও পর্যটকদের যাতায়ত ও নিরাপত্তার কোন রকম কমতি না হয় । মাওয়া টোল ঘর থেকে চৌরাস্তা হয়ে পুরাতন ঘাট এলাকায়, নৌপুলিশ, কোস্টগার্ড  ও র‌্যাবের টহল দল  নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করে যাতে জনগনের জান মালের নিরাপদ্বার কোন রকম কমতি না হয়  । 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত