লৌহজংয়ে পদ্মা নদীতে হিন্দু ধর্মালম্বীদের পূন্যস্নান

প্রকাশ : 2022-11-08 20:17:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজংয়ে পদ্মা নদীতে হিন্দু ধর্মালম্বীদের পূন্যস্নান

হিন্দুধর্মালম্বীরা পূর্নিমার প্রথম প্রহরে  নদীর জলে স্নান করে মনবাসনা পূর্ন এবং পাপমোচন  হবে এই বিশ্বাস নিয়ে রাসমেলায় যোগ ডিদলেও সময়ের ব্যবধানে এই উৎসব নানা  ধর্ম ও বর্নের মধ্যে ছরিয়ে পরেছে । এই সময় অসংক্ষ্য পর্যটকদের আগমন ঘটে পদ্মার পাড়ে  । আবাল বৃদ্ব বনিতা র্নিবিশেষে পদ্মার চর এলাকায় উপস্থিথিতিতে কোলাহল, পদচারনায় মূখরিত হয়ে উঠে মাওয়ার পুরাতন ঘাট এলাকার পদ্মার তীরে । প্রতি বছর এই উৎসব মানুষের মিলন মেলায় রূপ নেয় মাওয়ার পদ্মার চরে ।  পূন্য স্নানে নিরাপদে যাতায়তের জন্য দর্শনার্থী ও তীর্থ যাএীদের জন্য পদ্মা সেতু উত্তর থানা নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে  । 

এই বিষয়ে পদ্মা সেতুর উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর হোসাইন জানান, এই পূর্নিমার প্রথম প্রহরে পূন্য স্নান কে কেন্দ্র করে সব রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে  । যাতে দুরদুরান্ত থেকে াাসা তীর্থযাএী পূর্নার্থী ও পর্যটকদের যাতায়ত ও নিরাপত্তার কোন রকম কমতি না হয় । মাওয়া টোল ঘর থেকে চৌরাস্তা হয়ে পুরাতন ঘাট এলাকায়, নৌপুলিশ, কোস্টগার্ড  ও র‌্যাবের টহল দল  নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করে যাতে জনগনের জান মালের নিরাপদ্বার কোন রকম কমতি না হয়  ।