লেনিনের মৃত্যুশতবর্ষ পালন করছে রাশিয়ার কমিউনিস্টরা
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৭:২৮
রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে সমবেত হয়ে ১৯১৭ সালে রুশ বিপ্লবের নায়ক লেনিনের মৃত্যু শতবর্ষ পালন করেছেন কমিউনিস্টরা। একসময় তার ছবি সাবেক সোভিয়েত ইউনিয়েনর প্রায় সব জায়গায় থাকত। তার নাম প্রায় প্রতিদিন উচ্চারিত হতো রাশিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নে। সেই লেনিনের মৃত্যুশতবর্ষ পালনের অনুষ্ঠানে রেড স্কোয়্যারে উপস্থিত ছিলেন কিছু কমিউনিস্ট সদস্য।
রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান জানিয়েছেন, তারা সমাজবাদী রাশিয়ার জনককে স্মরণ করতে এসেছেন। লেনিন সব রাষ্ট্রের মধ্যে সৌভাতৃত্বও গড়ে তুলতে চেয়েছিলেন।
৭৩ বছর বয়সী নিকোলাই এএফপিকে বলেন, "তিনি শুধু রাশিয়ার জন্যই নয়, পুরো বিশ্বের জন্য ভূমিকা রেখেছেন। বিপ্লবের পর, সমগ্র বিশ্ব বুর্জোয়ারা ভয় পেয়েছিল যে তাদের শ্রমিকরাও জেগে উঠবে এবং বিপ্লব শুরু করবে।"
অনুষ্ঠানে অনেকের হাতে ছিল লাল পতাকা, কিছু মানুষের হাতে ছিল পোস্টার। সমবেত সকলে লেনিনের স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লেনিনের কড়া সমালোচক হলেও লেনিনের দেহ স্মৃতিসৌধ থেকে সরাননি। তবে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষ্যে একটা কথাও বলেননি পুতিন। তবে তিনি এর আগে বলেছিলেন, লেনিন ভয়ংকর ভুল করেছিলেন।
লেলিন ১৯১৭ থেকে ১৯২৪ সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান এবং ১৯২২ থেকে ১৯২৪ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের সর্বাধিনায়ক ছিলেন। লেলিন প্রশাসনের অধীনে রাশিয়া ও তারপর বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট পার্টি দ্বারা পরিচালিত একটি একদলীয় সাম্যবাদী রাষ্ট্র হয়ে ওঠে। তিনি আদর্শিকভাবে একজন সমাজতান্ত্রিক হয়ে মার্ক্সবাদের একটি বৈচিত্র্যপূর্ণ রূপ-বিকাশ করেছিলেন, যা লেনিনবাদ নামে পরিচিত হয়। ১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে লেনিনের মৃত্যু হয়। প্রাণঘাতী এক স্ট্রোকের শিকার হন লেনিন। অবসান ঘটে রাশিয়ান বিপ্লবের মহানায়কের।
সূত্র - এএফপি নিউজ
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত