রোগী সেজে হাসপাতালে দুদক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ |  আপডেট  : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০৬

ফাইল ছবি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা প্রদানে অবহেলা ও নিন্ম মানের খাবার সরবরাহের অভিযোগ পাওয়া যায়।পরবর্তীতে বুধবার (২০ ডিসেম্বর) দুদকের ময়মনসিংহ অফিস থেকে অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট টিম অধিকাংশ অভিযোগের সত্যতা পায়। 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। দুদক জানায়, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের বিরুদ্ধে যথাসময়ে হাসপাতালে উপস্থিত না থাকা, নির্ধারিত সময়ের পূর্বে কর্মস্থল ত্যাগ করা, রোগীদের সেবা প্রদানে অবহেলা এবং দালাল চক্রের মাধ্যমে রোগীদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে পাঠানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত