রিয়াদের অবদান খাটো করা যাবে না, মুশফিকের এমন অবসর আমাদের কষ্ট দেয়: পাপন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:২৫ |  আপডেট  : ৯ মে ২০২৪, ০০:২০

এশিয়া কাপের পর অনেকটা হুট করেই টি-টোয়েন্টিকে বিদায় জানান মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন নিজেই। অথচ চাইলেই এশিয়া কাপে মাঠ থেকে বিদায় বলতে পারতেন তিনি।  

মুশফিকের ওই অবসরে খারাপ লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, অন্তত সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি তেমনই। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় দলের অনুশীলন দেখতে এসেছিলেন, এরপর কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। এসময় তিনি বলেন, মাহমুদউল্লাহ রিয়াদকে সম্মানজনক বিদায় জানাতে চান তারা।

তিনি বলেছেন, ‘যদি ওকে অবসর নিতে হয় আর আমরা যদি ওকে জায়গা না দিতে পারি তাহলে ওকে এই সুযোগ নূন্যতম সম্মান তো দেওয়া উচিত। কারণ মাহমুদউল্লাহ রিয়াদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদের। এমনকি মুশফিকও। মুশফিক অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। শেষ দিন পর্যন্ত বলে যাচ্ছি, মুশফিক আমাদের সেরা ব্যাটার। একেকটা ফরম্যাটে একেক জনের জায়গা হয় না টিম কম্বিনেশনের কারণে সেটা ভিন্ন বিষয়। ’

‘ভবিষ্যৎ চিন্তা করলে হয়তো আমি দুই বছর পর অনেককে পাবো না। টিম তৈরি করতে চাচ্ছে সেটাও ভিন্ন ইস্যু। তবে অবশ্যই ক্রিকেটাররা নিজের নিজের ডিক্লেয়ার না করে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা তাদেরকে সম্মান জানিয়ে বিদায় দেব। যেটা যে কোনো ফরম্যাটে। সেই সুযোগটা তারা যেন আমাদেরকে দেয়। ’

আসন্ন বিশ্বকাপের দলে রিয়াদ থাকবে কি না প্রশ্নের জবাবে পাপন বলেছেন, ‘এই মুহুর্তে আমার জন্য বলা ভেরি ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি, টিম কম্বিনেশনের ওপরও অনেক কিছ নির্ভর করে। কম্বিনেশনে ওরা কি চিন্তা করছে সেটা নিয়ে যতক্ষণ আমাকে না বলছে তাহলে তো বুঝতে পারছি না। ’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত