রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০০ কেজি চোরাই তামার তার উদ্ধার
প্রকাশ: ৫ মার্চ ২০২৩, ১০:৫৫ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৩০
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ২০০ কেজির অধিক হেভি কপার ক্যাবল ও ০১টি তার কাটার হাতিয়ার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়নের অভিযানে এ চোরাই তামার তার উদ্ধার করা হয়। রামপাল ক্যাম্পের আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বি-০৯ এলাকা হতে বিপুল পরিমান কপার ক্যাবল পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন আনসার সদস্যরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বি-৯ এলাকায় অবস্থান নেয়। দুস্কৃতিকারীরা ব্যাটালিয়ন আনসার সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানের আশেপাশে অভিযান চালিয়ে বি-৯ এবং জেটি গেইট এলাকার মধ্যবর্তী স্থানে পাচার করার উদ্দেশ্যে জমাকৃত ২৪০ ফিট লম্বা ২০০ (দুইশত) কেজির অধিক হেভি কপার ক্যাবল ও ০১টি তার কাটার হাতিয়ার উদ্ধার করে। উদ্ধারকৃত কপার ক্যাবলের আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা । এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত মে ২০২২খ্রিঃ হতে এ পর্যন্ত ৫৫টির অধিক অভিযানে প্রায় ৬১ লক্ষ টাকার চোরাই মালামাল ও ৪১ জন চোরা কারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত