রামপালে সন্ত্রাসী হামলায় তিনজন আহত, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪২ | আপডেট : ৩ মে ২০২৫, ১৪:০৬

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে রামপাল উপজেলার মল্লিকেরবের ইউনিয়নের বড় সন্নাসী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে সুমন হাওলাদার (৩৫) নামের এক মৎস্য ব্যবসায়ীকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। অপর আহতরা হলেন, মজনু হাওলাদার (৪৫) ও মনি হাওলাদার (৪০) স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এদিকে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার বিকেলে বড়সন্নাসী বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আহত মজনু হাওলাদার বলেন, রাতে বড়সন্নাসী বাজার থেকে মোটরসাইকেল যোগে আমি, আমার ভাইপো সুমন হাওলাদার ও চাচাতো ভাই মনি হাওলাদার এক সাথে বাড়ি যাচ্ছিলাম। বাজার থেকে কিছুদূর সামনে এগোলেই পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সিরাজুল ইসলাম, জাহিদুল হাওলাদার, পলক রাড়ী, গাউস হাওলাদারসহ ২০-৩০জন আমাদের উপর অতর্কিত হামলা করে। এসময় তারা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। তাদের মারপিটের এক পর্যায়ে জীবন বাঁচাতে আমি ও মনি দৌড়ে পালিয়ে যাই। হামলাকারীরা আমার মোটরসাইকেলটিকে ভাংচুর করে। সুমনের অবস্থা খুবই আশঙ্কাজনক। জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে দিন কাটছে তার। আমরা এই ন্যাক্তার জনক হামলার বিচার চাই।
মল্লিকেরবের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল রাড়ী বলেন, রাতে যে হামলার ঘটনা ঘটেছে এর সাথে এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা জড়িত। হামলকারীরা এর আগেও এলাকায় অনেক অন্যায় করেছে। হামলাকারীদের নির্যাতনে এলাকাবাসী অতিষ্ট।
_1653984417.gif)
মল্লিকেরবের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার বলেন, সুমন খুবই শান্ত একটি ছেলে। তার উপরে এলাকার চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসীরা হামলা করেছে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
মল্লিকেরবের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব হোসেন তালুকদার বলেন, মৎস্য ঘের নিয়ে এলাকার বিএনপির লোকদের সাথে সুমন ও মজনুদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। হামলকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, একটি মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত