রামপালে নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ২০:২৬ |  আপডেট  : ১৩ মে ২০২৪, ১৭:০৫

বাগেরহাটের রামপালে নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে রামপাল উপজেলার সন্নাসী-ঘাষিয়াখালী এলাকার সন্নাসী নৌ পুলিশ ক্যাম্প চত্বরে নতুন এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। এসময়, নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ আতিকুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদউদ্দীন, বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন ও রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুউদ্সদীনসহ নৌ পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আইজিপি ড. বেনজির আহমেদ নৌ পুলিশ ট্রেনিং সেন্টারের নির্ধারিত জায়গা ও নব নির্মিত ট্রেনিং সেন্টারের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ র“ট সংলগ্ন রামপালের সন্নাসী-ঘাষিয়াখালী এলাকার প্রায় ২শ একর জমির উপর নব নির্মিত এটিই বাগেরহাট জেলার একমাত্র পুলিশ ট্রেনিং সেন্টার। এখানে ট্রেনিংয়ের পাশাপাশি ফায়ারিং বার্ডেরও ব্যবস্থাপনা রয়েছে। এ ট্রেনিং সেন্টারটিতে ভবিষ্যৎতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাবের প্রশি¶ণও দেয়া হবে বলেও জানান তিনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত