রাফা থেকে ফিলিস্তিনীদের জোরপূর্বক সরিয়ে নেয়ার কাজে পক্ষ নেবে না জাতিসংঘ
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ২০:০১
গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বসবাসরত ফিলিস্তিনীদের জোরপূর্বক সরিয়ে নেয়ার কাজে জাতিসংঘ কোন পক্ষ নেবে না।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র সোমবার এ কথা জানিয়ে বলেছেন, গাজায় তাদের যাওয়ার মতো নিরাপদ কোন জায়গা নেই।
ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় অভিযানের জন্যে প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেয়ার পর মুখপাত্র এ কথা বলেছেন।
জাতিসংঘ বলছে, বর্তমানে রাফায় প্রায় ১৪ লাখ ফিলিস্তিনী অন্যান্য এলাকা থেকে এসে আশ্রয় নিয়েছে।
নেতানিয়াহু এক সাক্ষাতকারে রাফা থেকে ফিলিস্তিনীদের নিরাপদে সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার কথা বলেছেন। কিন্তু তারা কোথায় যাবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
রাফা থেকে ফিলিস্তিনীদের সরিয়ে নেয়ার কাজে জাতিসংঘ অংশ নেবে কিনা এ প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেছেন, বিশ^সংস্থা এ কাজে কোন পক্ষ নেবে না।
তবে তারা চান, যা কিছু করার তা আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই করা হবে।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত