রাত ৮টার পর খোলা রাখায় ২৫ দোকানের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১২:০৯ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৩
সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাত ৮টার পর খোলা রাখায় জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের ২৫টি দোকানপাটের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এসব দোকানপাটের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম হাবিবুল হাসানের উপস্থিতিতে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের লাইনম্যানেরা বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেন।
বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন দোকানপাটের মালিকেরা বলেন, রাত ৮টার পর দোকানপাট খোলা রাখলে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হবে, তা আগে জানতেন না তাঁরা। অন্যান্য দিনের মতো গতকাল ৮টার পরও দোকাটপাট খুলে রেখে কেনাবেচা করছিলেন। এ সময় তাঁদের দোকানপাটের বিদ্যুতের মিটার থেকে সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
ইউএনও এস এম হাবিবুল হাসান বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাত ৮টার পর দোকানপাট খুলে রাখায় ২৫টি দোকানের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত