রাত পোহালেই শিবচরের ১৩ ইউনিয়নে ইউপি নির্বাচন, নজীরবিহীন নিরাপত্তা
প্রকাশ: ২০ জুন ২০২১, ২০:০৮ | আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২১:০১
রাত পোহালেই মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে রবিবার দুপুর থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ভোট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পৌছানো হচ্ছে। এ নির্বাচনে ১২ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করলেও শুধুমাত্র কাদিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ৬ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ, আনসার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স আইন শৃক্সখলা নিয়ন্ত্রণে কাজ করবেন। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন , মেম্বার প্রার্থী ৪ শত ১০ জন , সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১ শত ১৫ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। সারাদেশে ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে শিবচর উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ২ শত ৫৫ জন, পুরুষ ভোটার ৮৯ হাজার ৪০০ জন, মহিলা ভোটার ৮১ হাজার ৮শত ৫৫ জন। মোট ভোট কেন্দ্র ১১৭ টি, ভোট কক্ষ ৪৮৭টি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য একটি নির্বাচন করার লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৈরি আবহাওয়ার কারনে দুপুরের পর থেকে ব্যালট পেপার, ভোট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার, র্যাবসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী মোতায়ন থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত