রাতের আধারে ঔষধের দোকান ভাংচুর ও লুটপাটেরর অভিযোগ
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৯:৫৩ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১১:৪১
গাজীপুরের শ্রীপুরে রাতের আধারে মুক্তিযোদ্ধার সন্তানের ফার্মেসি ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মো. মাহফুজুল ইসলাম কাজল বাদী হয়ে শ্রীপুর থানায় ৭ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, মোমিনুল ইসলাম(৫০) রংপুরের মিঠাপুকুর উপজেলার আবুল কাশেমের ছেলে, মোস্তফা (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে এবং একই গ্রামের আতার উদ্দিন আতুর ছেলে আবু বকর(৪০), মফিজ উদ্দিনের ছেলে বিল্লাল(৩৮),শব্দর আলীর ছেলে কাজল (৩৫), রহমানের ছেলে রুবেল মিয়া(৩০), এবং আ. রশিদের ছেলে মফিজ উদ্দিন (৪৮)।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, জুনাইদ ফার্মেসির সত্ত্বাধিকারী মো. মাহফুজুল ইসলাম কাজল ফার্মেসির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু ঘটনার রাতে উপরে উল্লেখিত বিবাদীরা ফার্মেসি ভাংচুর করে মালামাল নিয়ে যায় । এতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়। এর মধ্যে ৫ নং আসামি কাজলকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। এসময় মাহফুজুল ইসলাম কাজল রাস্ট্রীয় সেবা ৯৯৯ কল দিলে পুলিশ এসে গঠনাস্থল পরিদর্শন করেন এবং আটক কাজলকে ছেড়ে দিতে বলেন।পরে তেলিহাটি ইউনিয়নের গ্রাম পুলিশ ছলিম উদ্দিনের জিম্মায় আটক কাজলকে তুলে দেয়া হয়।সরেজমিনে ৫ নং অভিযোক্ত কাজলের বাসায় গিয়ে ফার্মেসি ভাংচুরকৃত টিন পাওয়া যায়।
এবিষয়ে বিল্লাল হোসেন ও মোস্তফা বলেন,রাতের আধারে তাদের নিজের দোকান নিজেরাই ভাংচুর করে আমাদেরকে ফাসানোর চেষ্টা করতেছে। দোকানের বিষয়ে আমরা কিছুই জানিনা।
রাস্ট্রীয় সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর থানা উপ-পরিদর্শক (এস আই) আবু রায়হান। তিনি জানান,ঘটনা স্থল পরিদর্শন করেছি,এবং ভিকটিমরা থানায় অভিযোগ দিয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত